skip to main |
skip to sidebar
এবছরের শুরুতে কক্সেসবাজার থেকে টেকনাফ হেঁটে ট্রেক করার পর আরো কয়েকদিন ছুটি থাকায় আমি, রাহাত ভাই, ত্রিভুজ ভাই, মন্জু ভাই ও ইসতিয়াক ভাই সেন্টমার্টিনের পথে রওয়ানা দিয়েছিলাম।আমি তাদের মধ্যে সবচেয়ে ছোট । এর আগে অনেকবার ওনারা এই দ্বিপে আসলেও আমি এইবারই প্রথম । কখন ডাইভিং বা স্নোরকলিং করা হয় নাই, রাহাত ভাইএর মাধ্যমে স্কুবা ডাইভিং এর মুজিব ভাই এর কাছে থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে আমরা পানির নীচের জগতটা দেখার চেস্টা করেছিলাম। তখনি ঠিক করেছিলাম এর পরে পানির নীচের কিছু ছবি তুলতে হবে। বেশ অনেকদিন পর গত ২ মাস আগে নতুন কেনা আন্ডারওয়াটার ক্যামেরা ও অন্যান্য সরন্জাম নিয়ে ঈদের ছুটিতে আবার রওয়ানা দিলাম প্রবাল দ্বীপে প্রবালের ছবি তুলতে। নীচে কিছু ছবি: পরিশিষ্ট:এই ট্যুরের শেষে আমাদের ভ্রমন বাংলাদেশের দলের সাথে সোনাদিয়া যাওয়ার সময় মহেষখালি চ্যানেলে আমাদের একটা নৌকা ডুবি হওয়ায় দলের ১৩ জনের সকল ইলেক্ট্রনিক্স (ক্যমেরা, হ্যান্ডিক্যাম, ল্যাপটপ, মোবাইল ফোন সহ সকল কিছু যা ব্যাটারিতে চলে) এর সলিল সমাধি হয়। আমার এই ছবি গুলা হার্ডডিস্কে ছিল এবং অনেক কস্টে উদ্ধার কৃত । আমার কিছু নিয়ে যাই নি । হা …হা ……হাঁ।।সবাই ভাল থাকবেন । ধন্যবাদ ।
Written on : 10:48 PM
0 comments:
Post a Comment